দেশে ক্রমেই বাড়ছে স্টিল বিল্ডিংয়ের চাহিদা। এরইমধ্যে দেশের মেগা প্রকল্পগুলোতে স্টিলের ব্যবহার শুরু হয়েছে। পদ্মাসেতু থেকে শুরু করে রেলস্টেশনসহ বড় বড় স্থাপনা ও সেতু স্টিলে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। হোটেল সেরিনা, নাসা বিল্ডিং, গুলশানের মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক ভবনসহ বহু বড় বড় স্থাপনা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। যদিও উন্নত বিশ্বে স্টিলের ব্যবহার শুরু হয়েছে আরও আগে। যেমন মালয় টুইন টাওয়ার, বুর্জ খলিফা ছাড়াও চীনের প্রায় সব বিমানবন্দর ও সেতু স্টিল নির্মিত। এর মূল কারণ স্টিলের ভবন তুলনামূলক বেশি টেকসই এবং ভূমিকম্প নিরোধক। এছাড়া আরসিসি ভবনের তুলনায় স্টিল বিল্ডিং নির্মাণের খরচ অনেক কম।
April
06
2015
0Comment